রেজিষ্ট্রেশন জালিয়াতি করে মহাসড়কে চলছে হানিফ পরিবহনের তিনটি বাস

Passenger Voice    |    ১০:৫৮ এএম, ২০২৪-০৪-০৫


রেজিষ্ট্রেশন জালিয়াতি করে মহাসড়কে চলছে হানিফ পরিবহনের তিনটি বাস

নিজস্ব প্রতিবেদকঃ একই নাম্বার প্লেট ব্যবহার করে কোন রেজিষ্ট্রেশন নাম্বার ছাড়াই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে হানিফ পরিবহনের তিনটি বাস। আর এসব বাসের চলাচলের পথ ভিন্ন এবং চেসিস, বডির ধরণ ও রঙ আলাদা তবে গাড়িগুলোর মিল আছে বিশেষ একটি জায়গায়। আর সেটি হলো রেজিস্ট্রেশন নম্বর প্লেট (ঢাকা মেট্রো ব-১৫-৫২০৩)। সবকিছু ভিন্ন হওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশন নাম্বার জালিয়াতি করে কোন প্রকার আইনি বাধা ছাড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে। অথচ মহাসড়কে হাইওয়ে পুলিশের ব্যাপক নজরদারি থাকার পরেও কিভাবে হানিফ এন্টারপ্রাইজের বাস  অবৈধভাবে চলাচল করে সেটা নিয়ে পরিবহন সংশ্লিষ্টদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টরা বলছেন, পুলিশকে উপঢৌকন দিয়ে অবৈধভাবে বাসগুলো চলছে।এতে করে হানিফ এন্টারপ্রাইজের তিনটি বাস নির্দ্বিধায় চলছে। তবে শুধু হানিফ পরিবহনের বাস নই অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের বাস ও চলাচল করছে।

পুলিশ সদর দফতরের পুলিশ সুপার ইনামুল হক বলেন, একটি নাম্বার প্লেটে একাধিক গাড়ি চলার সুযোগ নেই।আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তারা আইন সম্পর্কে ধারণা নিয়েই কাজ করছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলেন, এ রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটি অনুমোদন পেয়েছিল ২০১৭ সালে। তবে ফিটনেসের মেয়াদ শেষ হয় ২০১৮ সালে, আর ট্যাক্স-টোকেনের মেয়াদ শেষ হয় ২০১৯ সালে। এরপর থেকেই এ নম্বরের গাড়িটি সড়কে চলাচলে সব ধরনের বৈধতা হারিয়েছে।

জানা যায়, বাসগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ঢাকা-সিলেট রুটে চলাচলকারী লাল রঙের বাসটি। আর সবচেয়ে নতুন মিতসুবিশি ফুসোর এসি বাস। দু-তিন দিন হয়েছে বাসটি ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রী পরিবহন শুরু করেছে। আর অন্য বাসটির বয়স বছর তিনেক।

কিছুদিন আগে বিশ্বখ্যাত কোম্পানি মার্সিডিজ বেঞ্জ-এর তৈরি চেসিসের ওপর চেসিস বসিয়ে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চালাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ।  গণমাধ্যমের তথ্য অনুসারে এ গাড়িটির নম্বর প্লেটের সাথে আগের একটি গাড়ির নম্বর প্লেটের মিল আছে। এরপর বাসটির খোঁজ পাওয়া যায় আমিনবাজারে থাকা অভি ফিলিং স্টেশনে। আর একই রেজিস্ট্রেশন নম্বরের অন্য গাড়িটির দেখা মিললো মাতুয়াইলে। হিনো একে ১জে চেসিসের ওপর নির্মিত এ বাসের যাত্রাপথ ঢাকা-সিলেট। তথ্য বলছে, বাসটি সড়কে নেমেছে বছর আটেক আগে।

কোন্ বাসের বিপরীতে এ রেজিস্ট্রেশন নম্বরটি দেয়া হয়েছে, কিংবা আদৌ কি এমন কোনো নাম্বারের অস্তিত্ব আছে কি-না স্বাভাবিকভাবেই উঠছে এমন প্রশ্ন। তবে অনুসন্ধান বলছে, ঢাকা মেট্রো ব-১৫-২১২৩ বর্তমানে এ নম্বরের কোন গাড়ি সড়কে চলাচলের অনুমোদনই নেই।

প্যা.ভ/ত